নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে। হাসপাতাল প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা করেছিলেন ধনকুবের হরকান্ত ব্যানার্জি। রাণী ভিক্টোরিয়া হাসপাতালের জন্য জমি দিয়ে নির্মাণে সহায়তা করেছিলেন। হাসপাতালটি রানি ভিক্টোরিয়ার নামে নামকরণ করা হলেও এর নাম এখন ‘নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল’। তারপরও হাসপাতালটি এখনো সবাই চেনেন-জানেন-ডাকেন ‘ভিক্টোরিয়া হাসপাতাল’ হিসেবে। রানি ভিক্টোরিয়ার সময়ের সেই হাসপাতালের কোনো স্থাপনা এখন আর অবশিষ্ট না থাকলেও তাঁর উপহার দেওয়া একটি বিশাল টেবিল রয়েছে স্মৃতি হিসেবে। হাসপাতালের ফার্মেসিতে রানি ভিক্টোরিয়ার সেই টেবিলটি ব্যবহূত হচ্ছে অতি যত্নের সঙ্গেই।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল প্রতিষ্ঠার প্রায় শত বছর পরে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু হয়। ১৩/০৪/১৯৮২ খ্রি: শুরু হয়ে এখন পর্যন্ত গরীব অসহায় দুস্থ রোগীদের সেবা দানে কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এক চৌকশ টিম নিরলস কাজ করে যাচ্ছে। শুরুতে খুবই স্বল্প পরিসরে ০১ জন সমাজকর্মীর মাধ্যমে সেবা প্রদান শুরু হয়। স্থানীয় গন্য মান্য ও দানশীল ব্যাক্তিদের সহায়তায় যে কার্যক্রম খুব স্বল্প পরিসরে শুরু হয় তা আজ বৃদ্ধি পেয়ে নারায়ণগঞ্জ জেলা ছাড়িয়ে আশপাশের জেলায় পৌঁছেছে। আত্মমানবতার সেবায় হাসপতাল সমাজসেবা টিম তাদের এ সেবা অব্যহত রাখবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস