“সমাজসেবায় গড়বো দেশ,
স্মার্ট হবে বাংলাদেশ”
প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ পালিত।
হাসপাতাল সমাজসেবা কার্যালয়, জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নারায়ণগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ পালিত। এ সময় হাসপাতাল প্রাঙ্গনে দিবসটি উপলক্ষ্যে বিনামূল্যে বিশেষ সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কর্মসূচীর মধ্যে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয় পরীক্ষা, রক্তদান কর্মসূচী, মাস্ক বিতরণ ও হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষ স্থাপন কর্মসূচী। দিনের শুরুতে কর্মসূচীর উদ্ধোধন করেন, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব আ. ফ. ম মুশিউর রহমান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা: শেখ ফরহাদ, সহ অন্যান্য ডাক্তারগণ। উপস্থিত ছিলেন হাসপাতাল সমাজসেবা কার্যালয় জেনারেল হাসপাতাল নারায়গঞ্জের সমাজসেবা কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রোগীকল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সেবিকাগণ। বিশেষ সেবাপ্রদান শেষে এক বণ্যার্ঢ র্যালি হাসপাতাল আঙ্গিনা প্রদক্ষিণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস